গাজীপুরের কালীগঞ্জে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মাদকসেবক স্বপন মিয়া (২৭) কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌড়া এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক আসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে স্বপন মিয়াকে মাদকসেবনের অভিযোগে আটক করে। পরে রোববার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন। রোববার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ মাদকসেবী স্বপনকে গাজীপুর জেলহাফতে প্রেরণ করেন।