কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রাপুর গ্রামের গানলির বিলে গোসল করতে নেমে সৈকত (১৭) এক যুবকের মৃত্যু ঘটেছে। জানা গেছে উপজেলার জয়রামপুর গ্রামের জিয়াউল হকের পুত্র সৈকত তার অন্যান্য সংগীদের নিয়ে ঐ বিলে গোসল করতে নামে শনিবার বিকেলে অন্যান্যরা ফিরে এলো সৈকত না ফেরায় তার পরিবারের সদস্যরা অনেক খোজখুজি করে না পেয়ে পার্শ্ববর্তী ভেড়ামারা থানার ফায়ার সার্ভিস কে খবর দিলে তারাও নিখোঁজ সৈকতকে না পেলে খুলনার ডুবুরি দলকে শনিবার রাতে খবর দিলে তারা এসে রোববার ভোরে সৈকতের লাশ উদ্ধার করে। এ দিকে রোববার বেলা ১১ টায় জয়রামপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।