তারেক রহমান ফিরবেন, নেতৃত্ব দেবেন—ছাত্রসমাবেশে ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৭:২৩ পিএম
তারেক রহমান ফিরবেন, নেতৃত্ব দেবেন—ছাত্রসমাবেশে ফখরুল

দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন ও ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনের বিষয়ে বিএনপির বক্তব্যকে কেন্দ্র করে। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত একটি ছাত্রসমাবেশে এসব বিষয় সামনে আনেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই সমাবেশে ফখরুল বলেন, দেশের মানুষ এখন শুধু নির্বাচনের অপেক্ষায় নয়, সেই নির্বাচনের পূর্বে তারেক রহমানের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায়ও আছে।

ফখরুল দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “গোটা দেশের মানুষ জানে এবং অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর তার আগে অপেক্ষা করছে, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন।”

বক্তৃতার একাধিক অংশে বিএনপির মহাসচিব তারেক রহমানের প্রতি আস্থা ও প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করে বলেন, “উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।”

ছাত্রসমাবেশের প্রেক্ষাপটে মির্জা ফখরুল ছাত্রদের উদ্দেশে বলেন, “মেধা ও বুদ্ধিমত্তার চর্চা ছাড়া সামনে এগোনো যাবে না। আমাদের প্রজন্মকে জ্ঞানবিজ্ঞানে পারদর্শী হতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছেন, বহুবার কারাগারে গেছেন, নির্যাতিত হয়েছেন। কিন্তু আজ নতুন সূর্যোদয়ের দিন। আমরা এখন বাংলাদেশকে নতুন করে নির্মাণের সুযোগ পেয়েছি।”

ফখরুল এ সময় শহীদ ছাত্রদের স্মরণ করে বলেন, “আজকের এই দিনে এক বছর আগে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। শুধু ৩৬ দিন নয়, বিগত ১৫ বছর ধরেই ছাত্র-জনতা ও শ্রমিকেরা প্রাণ দিয়েছেন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আমরা চাই, চাকরির নিশ্চয়তা, কলকারখানা, কর্মসংস্থান, ন্যায়বিচার এবং একটি সুশাসিত রাষ্ট্র।”

বক্তব্যে মির্জা ফখরুল প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি কটাক্ষ করে বলেন, “আমাদের পাশের দেশ ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দেয় বাংলাদেশে আক্রমণের। শুধু তাই নয়, তারা নানা উপায়ে গোলযোগ সৃষ্টির চেষ্টাও করছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করতে নানা চক্রান্ত চলছে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, শপথ নিতে হবে যে শেখ হাসিনাকে আর কখনো রাজনীতির সুযোগ দেওয়া হবে না। আমরা কারও কাছে মাথা নত করব না।”

সমাবেশে বিএনপির মহাসচিব দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান এই বলে: “আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। আমরা নিজেরাই আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তুলব।

আপনার জেলার সংবাদ পড়তে