শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ১১:১৯ এএম
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু

গণআন্দোলন দমনকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার (৪ আগস্ট) সকাল থেকে এই সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।

তবে মামুন এখন রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন। এদিন সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শুরু হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে।

এর আগের দিন, রোববার (৩ আগস্ট) এই মামলায় সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্যে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

এই মামলায় মোট পাঁচটি অভিযোগ উত্থাপিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। অভিযোগগুলোতে বলা হয়েছে, তিনি ছাত্রদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এবং নির্দিষ্ট কিছু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।

বিচার শুরুর আদেশটি আসে গত ১০ জুলাই, যেখানে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর অনুমতি দেয়। মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই ও আগস্ট মাসে অন্তত ১৪০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার ঘটনায় উস্কানি, পরিকল্পনা, প্ররোচনা এবং হত্যাকাণ্ডে ব্যর্থতা তাদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের প্রধান ভিত্তি।

রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, এসব হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার অংশ এবং অভিযুক্তরা সেই ঘটনার নেতৃত্ব ও পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত।

আপনার জেলার সংবাদ পড়তে