মাদারীপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রেপ্তার

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ১১:৩৬ এএম
মাদারীপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাজাহান মোল্লা ইউনিয়নের নরারকান্দি গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামের বিএনপির এক কর্মী।

ওই মামলায় তাকে আসামি করা হয়। অভিযুক্ত শাজাহান আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। আগামীকাল তাকে মাদারীপুর আদালতে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে