গাজায় ইসরায়েলি আগ্রাসন, ঝরলো আরও ১১৯ প্রাণ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ১১:৪৬ এএম
গাজায় ইসরায়েলি আগ্রাসন, ঝরলো আরও ১১৯ প্রাণ

গাজা উপত্যকায় ইসলায়েলি ভয়াবহ হামলা যেন থামছেই না। বরং দিন যত যাচ্ছে মৃত্যু সংখ্যা দীর্ঘ হচ্ছে। পাশাপাশি হাসপাতালে আহতের সংখ্যা ক্রমান্বয়েই অসংখ্যা আকার ধারণ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৮৩৯ জনে।

বার্তাসংস্থা আনাদোলু রোববার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এর ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনেরও বেশি আহত হয়েছে। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৭ মে থেকে আহত হয়েছেন আরও ১০ হাজার ৫৭৮ জন বলে জানায় স্বাস্থ্যে মন্ত্রণালয়।

আপনার জেলার সংবাদ পড়তে