মান্দার ভারশোঁ ইউনিয়নে নবাগত ইউএনওর সভা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৫:৪৫ পিএম
মান্দার ভারশোঁ ইউনিয়নে নবাগত ইউএনওর সভা

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাম্মেল হক, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আব্দুর রউফ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও সুরভী রানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, ভারশোঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল, সমাজসেবক তপন কুমার মৈত্র প্রমূখ।

মতবিনিময় সভায় মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ, নিষিদ্ধ রিংজাল দিয়ে পোনা মাছ নিধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নবাগত ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘জনগণের সমস্যার কথা সরাসরি শোনার সুযোগ আমার জন্য গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় আমরা একটি সচেতন ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি। এজন্য সব শ্রেণির মানুষের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।’

আপনার জেলার সংবাদ পড়তে