বাংলাদেশ টি-টোয়েন্টি দল টানা খেলার ভেতরে আছে। প্রথমে আরব আমিরাতের মাটিতে তিন ম্যাচ সিরিজ। তারপর জুনে পাকিস্তানের মাটিতেও স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া। তারপর শ্রীলঙ্কা সফরে সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া। সব মিলে ২০ ওভারের ক্রিকেটের সাথেই চলছে সখ্য টাইগারদের। পরপর চারটি সিরিজ খেলেছেন ১৭-১৮ জন ক্রিকেটার। তাদের কেউ কেউ নিজেদের প্রমাণ করে ফেলেছেন। আবার কেউ কেউ ঠিকমত জ্বলে উঠতে পারেননি। যারা ব্যর্থ হয়েছেন, তাদের বিকল্প হিসেবে এবার এশিয়া কাপের আগে আরও ৭ - ৮ জনকে পরখ করে নিতে চাচ্ছেন নির্বাচকরা। এমনটা শোনা যাচ্ছিল আগেই। শেষ পর্যন্ত হলোও তাই। গত সোমবার সন্ধ্যায় এশিয়া কাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। এই ২৫ জনের দলে অস্ট্রেলিয়াগামী ‘এ’ দলের ৪ ক্রিকেটার নাইম শেখ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন আর সাইফ হাসানও আছেন। বাকি ২১ জন দেশেই থাকবেন। তারা আজ বুধবার থেকে ফিটনেস ক্যাম্প এবং ১৫ আগস্ট থেকে স্কিল ট্রেনিং করবেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পরের সপ্তাহে ক্রিকেটাররা যাবেন সিলেট। ২০ আগস্ট থেকে সেখানে হবে আবাসিক ক্যাম্প।
এশিয়া কাপের প্রাথমিক দল-
লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দীন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।