‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন শুরু করছেন প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন:
| আপডেট: ৫ আগস্ট, ২০২৫, ০৫:৫৫ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ পিএম
‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন শুরু করছেন প্রধান উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা পাঠ শুরু করেছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন তিনি। 

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতাও পড়ছেন বিড়ম্বনায়। তারপরও সব উপক্ষো করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দিচ্ছেন হাজারো জনতা। মানিক মিয়া এভিনিউর আশাপাশসহ পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করে।


আপনার জেলার সংবাদ পড়তে