পারিশ্রমিক ইস্যু নিয়ে আবারও বিপাকে চিটাগং কিংস

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৫, ০৭:২৪ পিএম
পারিশ্রমিক ইস্যু নিয়ে আবারও বিপাকে চিটাগং কিংস

১-২ কোটি নয়, গুনে গুনে ৪৬ কোটি টাকা দিতে হবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসকে। নতুন করে বিপিএলে ফিরে বেশ উন্মাদনাই তৈরি করেছিল জনপ্রিয় দলটি। তবে এর আগের দফা বিপিএল খেলার সময় যে বকেয়া অর্থ ছিল, সাথে যোগ হওয়া পারিশ্রমিক ইস্যুর নতুন বিতর্ক নতুন করে বিপাকে ফেলেছে বন্দরনগরীর দলটিকে। গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বকেয়া টাকা আদায়ের জন্য কোর্ট অব আরবিট্রেশন পরিচালিত হচ্ছে লম্বা সময় ধরে। চিটাগং কিংস ছাড়াও ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বুলস, খুলনা টাইগার্সের কাছে টাকা পাওনা রয়েছে বোর্ডের। আইনি প্রক্রিয়া অনুসরণ করেও পাওনা টাকা মেলেনি। আরবিট্রেশনের জন্য নিয়মিত মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে বিসিবির। সবচেয়ে বেশি খরচ চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজের পেছনে। গেল ২২ জুলাই সামির কাদেরকে মোট ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ ডলার পরিশোধ করতে বলা হয়, বাংলাদেশি মুদ্রায় যা ৪৬ কোটি টাকার সমান। ২০২৫ বিপিএলে ফেরার আগে ২০১২ ও ২০১৩ বিপিএলে সামির কাদেরের মালিকানায় বিপিএল খেলে চিটাগং কিংস। সে সময় দেশি-বিদেশি ক্রিকেটারদের যেসব অর্থ বকেয়া ছিল, বোর্ড তা পরিশোধ করে। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ কোটি টাকার মতো। ২০১৩ সালে সেই টাকা ফেরত চেয়ে তাকে ১০ বার নোটিশ দেওয়া হলেও সাড়া না মিললে আরবিট্রেশনে যায় বিসিবি। ১০ বছর আইনি লড়াইয়ে সমাধান না আসায় ২০২৪ সালে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ সাড়ে ৩ কোটি টাকায় সমঝোতা করেন। ২০২৪ সালের ২০ নভেম্বরের মধ্যে তিন কিস্তিতে বকেয়া পরিশোধের শর্তেই দেওয়া হয় ২০২৫ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব। তবে এবারের বিপিএলেও পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি করে চিটাগং কিংস। ফারুক আহমেদ দায়িত্ব হারানোর পর বকেয়া ও সুদ মিলে মোট ৪৬ কোটি টাকা দাবি করে বিসিবির পক্ষ থেকে ব্যারিস্টার মাহিন এম রহমান নতুন করে নতিশ পাঠান। এতকিছুর পরও সামির কাদের চৌধুরীর বিশ্বাস, সমঝোতার মাধ্যমে হবে সমাধান, বিপিএলের রানার-আপরা ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি তো সমঝোতায় একটা জায়গায় পৌঁছেছি। বাকিরা তো সাড়াই দেয়নি। আমার বিশ্বাস, সমঝোতার মাধ্যমে সমাধান হবে এবং আমাকে পরবর্তী সময়ে বিপিএল খেলার সুযোগ দেওয়া হবে।’