চিতলমারীতে বিএনপির বিজয় মিছিল ও পথসভা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ০২:৪১ পিএম
চিতলমারীতে বিএনপির বিজয় মিছিল ও পথসভা

ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ই আগষ্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস এর নেতৃত্বে  উপজেলা মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য  শেখ মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি নেতা ইঞ্জি: এড. মাসুদ রানা । 

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড,অসীম কুমার সমাদ্দার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড,ফজলুল হক,সাংগঠনিক সম্পাদ শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা কৃষক দল সভাপতি শেখ সহিদ,উপজেলা শ্রমীকদল সভাপতি মোঃ ইউসুব আলী, সাধারণ সম্পাদক মোঃ রাজু খান প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে