চাঁদপুরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহরে স্মরণকালের সেরা বিজয় র্যালী করেছে জেলা বিএনপি। বুধবার বিকেলে জুলাই ৩৬ আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থান চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে এই বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজয় র্যালী পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এক বছর হয়েছে এ সরকার চেয়ারে বসে থাকার জন্য শেখ হাসিনার বিচার সম্পন্ন করে নাই। আগামীতে করতে পারবে কিনা আমাদের তা সন্দেহ আছে, যদি না পারেন তাহলে বিএনপি এ বিচার সম্পন্ন করবে। আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, বিএনপির ৩১ দফার বাংলাদেশ।
তিনি আরো বলেন, এক বছর অতিবাহিত হয়েছে আপনাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে চাঁদপুরের সাধারণ জনগণ বসবাস করেছে। কিছু কিছু দূস্কৃতিকারী আমাদের দলের নামে কুৎসা রটিয়েছে। আপনারা চেষ্টা করবেন কেউ যেন কোন অপরাধের সাথে জড়িত না থাকে। এখানে আজকে চাঁদপুর জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা আছেন সকলে আপনারা নেতা। জেলার ২৩ লক্ষ ভোটারের প্রতিনিধিত্ব করেন আপনারা সবাই। সুতরাং আমাদের নেতা তারেক রহমানের স্পস্ট নির্দেশনা, যারা কোন অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের বিএনপির কোন কমিটিতে স্থান হবে না। কোন মাদক কারবারি, মাদক সেবনকারী,কিশোর গ্যাং,চাঁদাবাজের স্থান বিএনপি'র কোথাও হবে না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু কিছু নেতাকর্মী ভাষন দেওয়ার চেষ্টা করে, ভোর পাঁচটার দিকে মিছিল করে। তাদেরকে বলতে চাই- আপা আর আসবে না, আসেবে? আপনাদের আপা আপানাদের রেখে পালিয়ে গেছে। আপনাদের কাদের কাকাও আর আসবে না।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী,ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাজী মোশারফ হোসেন, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট হারুনুর রশিদ,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট মুনিরা চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট কোহিনুর বেগম, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
চাঁদপুর বাস স্ট্যান্ডে র্যালি পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে স্টেডিয়াম সড়কের ইলিশ চত্বর,মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, বাইতুল আমিন মসজিদ চত্বর, কালিবাড়ি মোড়, জেএম সেনগুপ্ত সড়ক হয়ে শহরের জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে বর্ণাঢ্য বর্ণিল এই র্যালি সমাপ্ত হয়।
নানা সাজে সজ্জিত হয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রেলিতে অংশগ্রহণ করে।