লিটু হত্যার মূল পরিকল্পনাকারী স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫, ১০:৩৮ পিএম
লিটু হত্যার মূল পরিকল্পনাকারী স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বরিশাল মহানগরীর কাশিপুর এলাকার আলোচিত লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নম্বর যুগ্ম আহবায়ক রিয়াজ খান মিল্টনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির সিকদার জানিয়েছেন, লিটু হত্যার ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন মিল্টন। গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার তার এক প্রতিবেশীর বাসা থেকে অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করা হয়। তিনি (মিল্টন) পশ্চিম কাউনিয়া এলাকার মৃত শাহজাহান খানের ছেলে।

নিহত লিটন সিকদার লিটু (৩২) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার মো. নজির সিকদারের ছেলে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক (বহিস্কৃত) সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। লিটু হত্যার ঘটনায় তার বোন মোসাম্মদ মুন্নি বাদি হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পাঁচ নাম্বার আসামি মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ খান মিল্টন।

এরপূর্বে গত ৩১ জুলাই সন্ধ্যায় এ আলোচিত হত্যাকান্ডের পর ওইদিন রাতে একই হামলায় গুরুত্বর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত লিটুর বোন ও মামলার বাদি মোসাম্মদ মুন্নি অভিযোগ করেন, রিয়াজ খান মিল্টন তার ভাইকে (নিহত লিটু) কুপিয়ে ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করেছে। তিনি (মুন্নি) আরও অভিযোগ করেন, মিল্টনের মাদক ব্যবসায় বাঁধা সৃষ্টি করায় ক্ষিপ্ত হয়ে তার সহযোগিদের নিয়ে হামলা চালিয়ে লিটু সিকদারকে হত্যাসহ তাদের তিনজনকে কুপিয়ে জখম করা হয়। একই সময় তাদের বসত ঘর ভাঙচুর, লুটপাট ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। ওই মামলায় এরপূর্বে আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, অতিসম্প্রতি নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী একই এলাকার জাকির গাজীর মধ্যে পারিবারিক দ্বন্ধকে পুঁজি করে বিল্ববাড়ি এলাকার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পরে। যা পরবর্তীতে মিল্টনের পরিকল্পনায় গত ৩১ জুলাই হত্যায় রূপ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে