আশাশুনিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৬:১৮ পিএম
আশাশুনিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন

আশাশুনিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “জুলাই বিপ্লব" উপলক্ষে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আশাশুনি বাজার চাঁদনী চত্বরে এ আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।  উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবির থানা সভাপতি মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা এইচআরডি প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, সাবেক উপজেলা আমির ডাঃ নুরুল আমিন। অন্যদের মধ্যে ছাত্র শিবিরের উপজেলা অফিস সম্পাদক রেদোয়ান হোসেন, সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান, স্পোর্টস সম্পাদক ওসমান গনি, মিডিয়া সম্পাদক জাকির হোসেন, অফিস সহকারী আলামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে খুনি হাসিনার কৃতকর্ম ও শহীদদের আত্নত্যাগ তুলে ধরা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে