আজ এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: সবচেয়ে বেশি আবেদন গণিতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১২:১০ এএম
আজ এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: সবচেয়ে বেশি আবেদন গণিতে

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এবারের পুনঃমূল্যায়ন প্রক্রিয়ায় শুধু ঢাকা বোর্ডেই আবেদন করেছেন ৯২ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী, যা এ পর্যন্ত সর্বোচ্চ। তারা মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বোর্ড সূত্রে জানা গেছে, সর্বাধিক আবেদন পড়েছে গণিত বিষয়ে—সংখ্যাটি ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানভাবে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি।

অন্যদিকে, সবচেয়ে কম আবেদন জমা পড়েছে চারু ও কারুকলা বিষয়ে—মাত্র ৬টি খাতা পুনঃমূল্যায়নের অনুরোধ এসেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, পুনঃনিরীক্ষণে খাতা নতুন করে দেখা হয় না; বরং খাতায় প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না কিংবা OMR শিট স্ক্যানে ভুল হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। কোনো অসংগতি ধরা পড়লে ফল সংশোধন করা হয়।

ফল জানবেন যেভাবে
শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে দুটি উপায়ে—বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে।

ওয়েবসাইট:
ঢাকা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ গিয়ে রোল নম্বর ব্যবহার করে ফল দেখা যাবে।

এসএমএসে:

সাধারণ বোর্ডের জন্য:
মোবাইলে গিয়ে টাইপ করতে হবে: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2025

মাদ্রাসা বোর্ডের জন্য:
ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পেতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। 
টাইপ করতে হবে: Dakhil <স্পেস> Mad <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

কারিগরি বোর্ডের জন্য:
টাইপ করতে হবে: SSC Tec <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


পরীক্ষার ফল ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল দিতে হয়—সে অনুযায়ী সময় শেষ হচ্ছে ৯ আগস্ট। তাই ১০ আগস্ট (রোববার) ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

পরীক্ষার্থী ও অভিভাবকদের বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত এসএমএস নম্বরের দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে