গভীর রাতে কে বা কারা দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই গেটে লিখেছে শেখ হাসিনা বীরের বেশে ফিরবে আবার বাংলাদেশে। কে কি উদ্দেশ্য নিয়ে লিখেছে এটাই সব মহলের জিজ্ঞাসা। এদিকে দিঘলিয়া উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শনের পর লেখা মুছে ফেলা হয়েছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, গত শনিবার দিবাগত গভীর রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও পূর্ব পাশের পকেট গেটে লেখা হয়েছে উল্লেখিত বাক্যটি। দেয়ালে কয়েক জায়গায় লেখা হয়েছে জয় বাংলা। কে বা কারা লিখেছে এখন পর্যন্ত জানা যায় নি। তবে এ ঘটনা সকাল হতে না হতেই ব্যাপক প্রচার ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নজরে আশা মাত্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে কথা হয় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন এর সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, কে বা কারা ফটকে লিখেছে আমার জানা নেই। সকালে দেখি ফটক ও দেয়ালে লেখা আমি সাথে সাথে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম স্যারকে ও দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনকে জানিয়েছি। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ফটক ও দেয়ালের লেখা মুছে ফেলার জন্য বলা হয়েছে।