অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ পিএম
অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

রাতের আধাঁরে ভয়াবহ অগ্নিকান্ডে বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মো. আল-আমিনের একমাত্র আয়ের উৎস মুদি দোকানটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে নিঃস্ব হয়ে পরেন আল-আমিন।

অগ্নিকান্ডের পর (রোববার) ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দরা। সেই আশ্বাসের প্রেক্ষিতে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মো. আল-আমিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে