অবশেষে বরখাস্ত হচ্ছেন গামিনি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৬:৪২ পিএম
অবশেষে বরখাস্ত হচ্ছেন গামিনি

৩ মাসের নোটিশে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে বরখাস্ত করার পথে হাঁটছে বিসিবি। লম্বা সময় প্রধান কিউরেটরের পদে থাকা গামিনি ডি সিলভা আর থাকছেন না বিসিবিতে। কিছুদিন আগেই তার সাথে ১ বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। মিরপুরের উইকেট নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে অসন্তোষ আছে বহু আগে থেকেই। এই উইকেটের দেখভাল করেন গামিনি ডি সিলভাই। এত সময় ধরে দায়িত্বে থেকেও ভালো মানের উইকেট বানাতে না পারা নিয়ে গামিনির প্রতি দেশের ক্রিকেট মহলের অসন্তোষ অনেক আগে থেকেই। সর্বশেষ পাকিস্তান সিরিজের উইকেট নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝেরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তখন থেকেই আলোচনা ছিল গামিনির চাকরি নিয়ে। ফাহিম জানিয়েছিলেন, গামিনির বিকল্পও খোঁজা হচ্ছে। এবার গামিনীকে বিদায় করছে বিসিবি। এক বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ‘যেহেতু তার (গামিনির) সাথে ১ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল, তার সাথে চুক্তি বাতিল করার আগে তাকে ৩ মাসের নোটিশ পিরিয়ডে রাখা হবে। আগামী ১০ আগস্ট সে কলম্বো ফিরে যাবে।’ পুরনো কিউরেটর টনি হেমিংকে ফেরাচ্ছে বিসিবি। বর্তমানে পাকিস্তানে পিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন হেমিং। পিসিবির দায়িত্বে যাওয়ার আগে বিসিবির সাথে কাজ করেছিলেন টনি হেমিং। সিলেটের উইকেটের কিউরেটরের দায়িত্বে ছিলেন দীর্ঘ দিন। সিলেটের উইকেট নিয়ে সন্তুষ্টি আছে সবার মাঝেই। এবার আবারও পুরনো ঠিকানায় দেখা যাবে স্বনামধন্য কিউরেটর টনি হেমিংকে।