ডেঙ্গু পরিস্থিতি: নতুন প্রাণহানি নেই, আক্রান্ত ২৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৬:৫২ পিএম
ডেঙ্গু পরিস্থিতি: নতুন প্রাণহানি নেই, আক্রান্ত ২৩ হাজার ছাড়াল

চলতি বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে নতুন করে সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয়, এই সময়ে কেউ মারা যাননি।

এই হিসেবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ৪১০ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ২১ জন, ঢাকা নগরীর বাইরে ২৭ জন, খুলনায় ৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন নতুন করে ভর্তি হয়েছেন। একই সময়ে ১৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৩ জন।

পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৫৮ দশমিক ৭ শতাংশ এবং নারীর হার ৪১ দশমিক ৩ শতাংশ। মৃত্যুর দিক দিয়েও এই বৈষম্য রয়েছে—মারা যাওয়া ৯৫ জনের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৪০ জন নারী।

মাসভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে জুলাই মাসে—মোট ৪১ জন। জুনে মৃত্যু হয়েছে ১৯ জনের, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন এবং মে মাসে মৃত্যু হয়েছিল তিনজনের। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি আগস্ট মাসেই নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহতা ছিল আরও তীব্র। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১১ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের, যা ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গুজনিত মৃত্যু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুহার কম থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশা নিধন কার্যক্রম জোরদার করা ও জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শহরাঞ্চলের পাশাপাশি গ্রাম ও মফস্বল এলাকাতেও নজরদারি বাড়াতে হবে।

বর্তমানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগে বর্ষাকালীন আবহাওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। এ অবস্থায় জনসাধারণকে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে