বিচার, সংস্কার ও নির্বাচন—তিন স্তম্ভেই টিকে থাকবে গণতন্ত্র: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৮ আগস্ট, ২০২৫, ০৭:২২ পিএম | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৯:০৪ পিএম
বিচার, সংস্কার ও নির্বাচন—তিন স্তম্ভেই টিকে থাকবে গণতন্ত্র: জোনায়েদ সাকি

বিচার, মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন—এই তিনটি স্তম্ভের ভারসাম্য বজায় রাখতে না পারলে গণতন্ত্র কখনোই স্থিতিশীল পথে চলবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তাঁর মতে, শুধু নির্বাচনকে গণতন্ত্রের প্রতীক হিসেবে তুলে ধরা বা সংস্কারকে উপেক্ষা করাই নয়, বরং এই তিনটি বিষয়ের যেকোনো একটির অবহেলাই একটি রাষ্ট্রকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাকি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অনেকে গণতন্ত্র মানে কেবল নির্বাচন বোঝেন, অথচ বিচার ও সংস্কারকে বাদ দিলে সেই নির্বাচনও অর্থহীন হয়ে পড়ে। আবার কেউ কেউ সংস্কার প্রস্তাবকে নির্বাচনবিরোধী হিসেবে ব্যাখ্যা করেন, যা আরও বেশি ক্ষতিকর। এই ধারণা থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে।”

জাতীয় সনদ নিয়ে মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ উপায়ে মৌলিক সংস্কার আনতে চাইলে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য বলে মনে করেন তিনি।

সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সদ্যপ্রকাশিত ‘জুলাই সনদ’ নিয়ে তাঁর দ্বিমত রয়েছে। তিনি অভিযোগ করেন, “সনদে এমন কিছু বক্তব্য রাখা হয়েছে, যেগুলো মনগড়া এবং অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবই বাদ গেছে। এতে রাজনৈতিক ঐক্য বিনির্মাণে জটিলতা তৈরি হতে পারে।”

তবে সকল মতপার্থক্যের পরও নুর আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিনি বলেন, “এমন একটি নির্বাচন আয়োজন করতে হবে, যেটি হবে দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মডেল। যেখানে নাগরিকেরা মুক্তভাবে মতপ্রকাশ করতে পারবেন এবং অংশগ্রহণমূলক পদ্ধতিতে রাষ্ট্রীয় ক্ষমতার রূপান্তর ঘটবে।”

সভায় অন্যান্য বক্তারাও রাজনৈতিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে জাতীয় ঐক্য গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আপনার জেলার সংবাদ পড়তে