রাজশাহীর বাগমারায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী। শনিবার বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজের সভাপতিত্বে ও বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।
তিনি বলেন, "বাগমারা উপজেলায় এখনো অনেক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমার রাজনীতিতে আসার মূল লক্ষ্য হচ্ছে জনগণের দূর্ভোগে এগিয়ে আসা, শিক্ষার উন্নতি, স্বাস্থ্য সেবা সহজলভ্য করা, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি করা।”
তিনি জানান, মানুষ মাত্রই ভুল আছে কেউ ভুলের উর্ধ্বে নয়। তাই আমিও কোনরকম ভুলভ্রান্তি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। যেন আমি বাগমারার মানুষের জন্য কিছু করতে পারে। এছাড়া, দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
তিনি বলেন, রাজনৈতিক সংঘাত নয় বরং একতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি মনে করেন।
জামায়াতকে বিভিন্ন সময়, বিভিন্ন স্বার্থে মিডিয়াতে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি আমাদের সম্পর্কে সঠিকভাবে জানেন, আমাদের সংবিধান একবার পড়ে দেখেন তাহলে এই ভুল ধারণা দূর হয়ে যাবে।
এদেশের মানুষ একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র চায় উল্লেখ করে তিনি বলেন, জামায়াত একটি ন্যায় ও ইনসাফভিত্তিক শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র গঠনে সর্বাত্মক কাজ করবে।
তিনি আরো বলেন, আমরা মানুষ হিসেবে দুনিয়াতে যে কয়দিন থাকবো, সবাই মিলে একটু শান্তিতে নিরাপত্তার সাথে মানইজ্জত নিয়ে বাঁচতে চাই। কিন্তু বর্তমান সমাজে শান্তি ও নিরাপত্তার বিপর্যয় দেখা দিয়েছে। আমরা চাই এই বাগমারা একটি বৈষম্যহীন শান্তির বাগমারা হোক। যে বাগমারায় কোন হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, জুলুম, অন্যায়, অবিচার, দুর্নীতি থাকবে না।
তিনি সাংবাদিকদের জাতির বিবেক ও সত্যের পক্ষে কলম সৈনিক উল্লেখ করে বলেন, একটি বৈষম্যহীন ও শান্তির বাগমারা গঠনে আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমি চাই। সামনে জাতীয় নির্বাচন উল্লেখ করে তিনি সাংবাদিকদের নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠসংবাদ পরিবেশনের অনুরোধ করেন।সবাইকে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, কপিরাইট সম্পাদক আনোয়ার হোসেন, বাগমারা প্রেসক্লাবের সদস্য আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন,মমিনুল হক সবুজ, মাহফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন, মোবারক হোসেন, মাহাবুর রহমান, ফারুক আহমেদ, আলমগীর হোসেন, রুস্তম আলী শায়ের, তানভীরুল আলম তোহা, জাহাঙ্গীর আলম।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ভবানীগঞ্জ পৌরসভার আমির আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ।