অভিষেকেই রেকর্ডবইয়ে জায়গা করে নিলেন ফকস

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৭:২১ পিএম
অভিষেকেই রেকর্ডবইয়ে জায়গা করে নিলেন ফকস

অভিষেকেই বাজিমাত নিউজিল্যান্ডের তরুণ পেসার জাকারি ফকসের। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে জেতা ম্যাচে একাই ৯ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪টি উইকেট শিকার করেন ফকস। দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে নেন ৫ উইকেট। সবমিলিয়ে ৭৫ রানের বিনিময়ে ৯টি উইকেট ফকসের। অভিষেকেই ৯ উইকেট নেওয়ার কীর্তি আছে নিউজিল্যান্ডের ও’ররকিরও। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ রানে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে ফকস ৯ উইকেট নিতে খরচ করেছেন কম রান (৭৫)। ফলে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে অভিষেকে সেরা বোলিং ফিগারের মালিক এখন তিনিই। এর আগে ২০২৪ সরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ফকসের। টি-টোয়েন্টি খেলেছেন ১৩টি।