সাংবাদিক তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০২:৫০ পিএম
সাংবাদিক তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে কুপিয়ে  হত্যা এবং জড়িতোদের শাস্তির দাবীতে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির,মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস.কে রঞ্জন,সাংবাদিক ক্লাব সভাপতি নীল রতন কুন্ড। 

এদিকে, পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একই দাবীতে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবার সমাবেশ করে সাংবাদিক সমাজ। এটিএন বাংলা ও যুগান্তরের সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আলিম খান আকাশ, এসএ টিভির জহিরুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকরা এ সময় বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে