গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১০ আগস্ট, ২০২৫, ০৪:২৩ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৪:২৩ পিএম
গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া শত শত অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদের খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে একটি সার্কুলার জারি করা হবে এবং পুরস্কারের বিষয়টি দ্রুত গণমাধ্যমে জানানো হবে। কত টাকা পুরস্কার দেওয়া হবে তা নির্ধারণে ইতোমধ্যে একটি কমিটি কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, যিনি বা যে প্রতিষ্ঠান এ ধরনের অস্ত্র বা গোলাবারুদের সঠিক তথ্য দেবে, তাকে পুরস্কৃত করা হবে।

পুলিশের তথ্যমতে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের নানা স্থাপনা থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এ সময় ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদও লুট হয়, যার মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি (স্মল মেশিনগান), এলএমজি (লাইট মেশিনগান), পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল ও স্প্রে, সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন বোরের গুলি।

লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয়। ওই অভিযানে বহু অস্ত্র উদ্ধার হলেও এখনও ৭০০টিরও বেশি আগ্নেয়াস্ত্রের কোনো সন্ধান মেলেনি।

বৈঠকে অন্যান্য আইনশৃঙ্খলা ইস্যুতেও আলোচনা হয়। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে উপদেষ্টা জানান, অভিযুক্তদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়েছে এবং অবশিষ্টদেরও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, জাতি হিসেবে অসহিষ্ণুতা বেড়েছে, সমাজে ধৈর্য ও সহনশীলতা কমে গেছে, যা নানা অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে