সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর রেজি: নং- রাজ-২৯৩৬ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ গত শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনাজপুরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে পর্যাপ্ত নির্রাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৫ টি পদের মধ্যে সভাপতি ও সহসাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। দিনাজপুরের ১৩ উপজেলার সাংবাদিকবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০১ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ মোফাচ্ছিদুল মাজেদ খবর এক দিন পত্রিকার সম্পাদক মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উড়োজাহাজ মার্কা নিয়ে জি এম মইনউদ্দিন হিরু ২৮ ভোট পান। সহসাধারণ সম্পাদক পদে মোঃ রাকিবুল ইসলাম চেয়ারমার্কা নিয়ে ৫৬ ভোট পেয়েছে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মাহিদুল ইসলাম রিপন মই মার্কা নিয়ে ৬ ভোট পান।
ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আতিউর রহমান, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি কুরবান আলী সোহেল ও কোষাধ্যক্ষ পদে দি বাংলাদেশ টু’ডের জেলা প্রতিনিধি মোঃ তাজেদুর রহমান মানিক বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
ভোট কেন্দ্রে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির উপস্থিত থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষন করেন।
তিন সদস্য বিশিষ্ট গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ দিলাওয়ার হোসেন শাহ্, সহকারী কমিশনার ও প্রিজাইডিং অফিসার সাফায়েত হোসেন সজীব এবং আরিফ হোসেন।
প্রাপ্ত ভোটের ফলাফল ও বিজয়ী প্রার্থী দের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিলওয়ার হোসেন শাহ্।