সাংবাদিক নির্যাতন ও মামলায় হয়রানির প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৫:৫৮ পিএম
storage/2025/august/10/news/fair-news-service_6898895210a3d-1754827090.jpg

গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের  প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১ টায় লোহাগড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক সমাজের আয়োজনে 

কালনা-নড়াইল-যশোর-বেনাপোল  মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। 

লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে

ও লোহাগড়া প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত  সচিব সাংবাদিক শিমুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন  ও সমাবেশ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি মো: খায়রুল ইসলাম, প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী,  সমকালের লোহাগড়া প্রতিনিধি মো: রেজাউল করিম, আমার সংবাদের লোহাগড়া প্রতিনিধি সরদার রইচ উদ্দিন টিপু, চ্যানেল এস টিভির নড়াইল জেলা প্রতিনিধি মো: ওবায়দুর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান প্রমূখ। 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জহুরুল হক মিলু, মোঃ রেজাউল করিম খোকন, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মনির খান, মোঃ রাসেদুজ্জামান রাসেদ, মোঃ পিকুল আলম, জাহিদুল হক রনি, হুমায়ুন কবীর রিন্টু, দ্বীন ইসলাম, আজিজুর বিশ্বাস, শেখ মিল্টন, রিপা খানম, কাজী আল মামুন প্রমুখ।

সভায় বক্তারা, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইতোমধ্যে এ হত্যা মিশনে জড়িতদের সনাক্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যা মামলার গ্রেফতারকৃত আসামিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশে সারা দেশে সাংবাদিক নির্যাতন ও মামলায় হয়রানি না করতে আহবান জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে