সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রোববার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৈঠকে পরিবহন মালিকরা জানান, দীর্ঘদিন ধরে চলমান নানা সমস্যার সমাধান না হওয়ায় তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। এর আগে গত ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আট দফা দাবি জানায়। এর মধ্যে সড়ক পরিবহন আইন সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করা এবং ফিটনেসবিহীন যানবাহনের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তাব ছিল। দাবিগুলো আদায় না হলে তারা ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।
রোববারের বৈঠকে উপদেষ্টা ফাওজুল কবির খান মালিকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেসব সমস্যা সমাধানযোগ্য সেগুলো মেনে নেওয়ার জন্য সরকার প্রস্তুত বলে আশ্বস্ত করেন। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবে। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে সড়ক আইনের খসড়া সংশোধন সম্পন্ন করা হবে। এছাড়া পুরনো যানবাহন সরিয়ে নিতে ছয় মাস সময় দেওয়া হবে, তবে ফিটনেসবিহীন গাড়ির জন্য কোনো ডাম্পিংয়ের জায়গা না থাকায় শ্রমিক-মালিকের ক্ষতি কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আশ্বাস এবং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট স্থগিত করছি।