ফেব্রুয়ারির ভোটে আপত্তি নেই জামায়াতের, তবে চায় উভয় কক্ষে পিআর পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১০:৩৫ পিএম
ফেব্রুয়ারির ভোটে আপত্তি নেই জামায়াতের, তবে চায় উভয় কক্ষে পিআর পদ্ধতি

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের তারিখে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোটের দাবি জানিয়েছে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

ডা. তাহের বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের তারিখকে জামায়াত স্বাগত জানিয়েছে। তার ভাষায়, “আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশগুলোকে আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করা জরুরি।”

তিনি আরও জানান, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের বিষয়ে কিছুটা ঐকমত্য থাকলেও জামায়াতের দাবি হলো, উচ্চ ও নিম্ন—উভয় কক্ষেই এই পদ্ধতি প্রবর্তন করা। এ বিষয়ে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামায়াত নেতা। সিইসির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকলেও নির্বাচন কমিশন পরিস্থিতির উন্নয়নে কাজ করছে এবং আশাবাদী যে সবার সহযোগিতায় একটি ভালো পরিবেশ তৈরি হবে।

এ ছাড়া কুমিল্লা-১১ আসনের সীমানা আগের মতো রাখার দাবি উত্থাপন করেন ডা. তাহের। জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো আইনি ভিত্তি পেলে দল স্বাক্ষর করবে; অন্যথায় তা অর্থহীন হবে।

আপনার জেলার সংবাদ পড়তে