রিজানের ঝলকে হারারেতে যুবাদের শিরোপা উৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১০:৫৫ পিএম
রিজানের ঝলকে হারারেতে যুবাদের শিরোপা উৎসব

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার (১০ আগস্ট) স্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা নিজেদের করে নিল আজিজুল হাকিম তামিমের দল। ব্যাট–বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচের নায়ক হয়ে উঠলেন রিজান হোসেন।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলাতে হয়েছে বাংলাদেশকে। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়লেও ২৪ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন দুই ওপেনার রিফাত বেগ (১৬) ও জাওয়াদ আবরার (২১), এরপর দ্রুত আউট হন অধিনায়ক আজিজুল হাকিম (৭)। চাপে পড়া দলকে উদ্ধার করেন রিজান ও কালাম সিদ্দিকী। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১১৭ রান। ৬৫ রান করে কালাম আউট হলেও রিজান লড়াই চালিয়ে যান সেঞ্চুরির পথে, তবে ৯৫ রানে রান আউট হয়ে স্বপ্ন অপূর্ণ থাকে। তার ইনিংসে ছিল ৯৬ বল ও ১০টি চারের মার। শেষদিকে মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮*) ও সামিউন বশির (১৩*) মিলে দলকে পৌঁছে দেন লড়াকু ২৬৯ রানে।

লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুলে ফেললেও আল ফাহাদের আঘাতে ভাঙে জুটি। এরপর রিজানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। অধিনায়ক মুহাম্মেদ বুলবুলিয়া (৩১) ও জ্যাসন রোলেস (৩৫) কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না। শেষদিকে বান্ডিলে এমবাথা (২৯) ও এনটান্ডো সোনি (৩৪) জুটি গড়ে ব্যবধান কমানোর চেষ্টা করলেও রিজানের স্পেল থামাতে পারেননি কেউ। ৮.৪ ওভারে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে ফাইনালে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন তিনি।

এছাড়া আল ফাহাদ ৩টি ও স্বাধীন ইসলাম নেন ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে, আর বাংলাদেশের যুবাদের শুরু হয় শিরোপা উদযাপন।