গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি, দেশব্যাপী সকল সাংবাদিকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারসহ সাংবাদিকদের নিরাপত্তার জন্য “সাংবাদিক সুরক্ষা আইন” পাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে সোমবার (১১ আগস্ট) বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সঞ্জয় কুমার পাল, সদস্য আমিন মোল্লা, কাজী আল-আমিন, এইচএম খায়রুল, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এসএম মিজান, মোল্লা ফারুক হাসান, হাসান মাহমুদ, আরিফিন রিয়াদ, জামিল মাহমুদ, বিএম বেলাল প্রমুখ। গৌরনদী প্রেসক্লাব ছাড়াও এ কর্মসূচিতে উপজেলার অন্যান্য সাংবাদিকরা অংশগ্রহণ করেন।