চট্টগ্রামে মহানগরের পুরাতন গাড়ী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি উদ্যোগে ৮ দফা দাবী বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তাদের ৮ দফা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে - পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল করতে হবে, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সহজ করতে হবে, পুরাতন গাড়ির পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল করতে হবে,
ঢাকা চট্টগ্রামে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনে বৈষম্য বাতিল করতে হবে,
পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে গাড়ির বিক্রেতা অসুস্থ থাকলে, সেইক্ষেত্রে ভিডিও কলে অথবা কমিশনের ব্যবস্থা করতে হবে, পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ফি কমাতে হবে, গাড়ির ডিজিটাল নাম্বার প্লেইটের হয়রানি বন্ধ করতে হবে ও একের অধিক গাড়ির থাকলে ১৫০% অযৌক্তিক আয়কর বাতিল করতে হবে।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আমানত উল্লাহ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ এরশাদুল করিম, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু, মোহাম্মদ জসীম, মোহাম্মদ শাহাদাত হোসেন জনি, মোহাম্মদ হাসেম, মেহেভিস আলম শাওন,
মোহাম্মদ আলমগীর হোসেন ও শিবু দাশ প্রমুখ।