শ্রীমঙ্গলের জেরিন চা বাগানের মন্দিরে চুরি, গ্রেফতার ১

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৪:১৮ পিএম
শ্রীমঙ্গলের জেরিন চা বাগানের মন্দিরে চুরি, গ্রেফতার ১

শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানের দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিতাই গোয়ালার লিখিত অভিযোগে জানান, সোমবার ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে রহমত আলী বাগানের ১নং লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরী কিছু সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল অভিযুক্ত রহমত আলীকে শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের প্যারাগন রিসোর্টের সামনে থেকে আটক করে।

পরে তার হেফাজত থেকে চুরি যাওয়া একটি খয়েরী-সাদা রঙের দরজার পর্দা, চারটি লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরী প্রতিমার তাজ এবং চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়। এই ঘটনায় শ্রীমঙ্গল  থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে