দন্ডপ্রাপ্ত মাদক ব্যসায়িকে জেলহাজতে প্রেরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৪:২৯ পিএম
দন্ডপ্রাপ্ত মাদক ব্যসায়িকে জেলহাজতে প্রেরণ

ভ্রাম্যমান আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। দন্ডপ্রাপ্ত রকিব বখতিয়ার (৪৩) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুস সালাম বখতিয়ারের ছেলে।

মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় উত্তর চাঁদত্রিশিরা গ্রামে অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ রকিব বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতে গ্রেপ্তারকৃতকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট লিখন বনিকের আদালতের সোর্পদ করা হয়। বিচারক গ্রেপ্তারকৃতকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডরের রায় প্রদান করেছেন। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানিয়েছেন, দন্ডপ্রাপ্ত রকিব বখতিয়ারকে মঙ্গলবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে