ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা কনফারেন্স রুমে এসে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম খান। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ তালুকদার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল, যুব উদ্যোক্তা আলামিন মোল্যা, রাকিবুল ইসলাম ও তাবাসুম আক্তার প্রমূখ। এ আলোচনা সভার আগে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। সভাশেষে প্রশিক্ষিত যুবক যুবতীদের মাঝে ঋনের চেক, সনদ ও ব্যাগ বিতরন করা হয়।