বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে পাকুন্দিয়ায় সংবাদ সম্মেলন

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৫:৫৩ পিএম
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে পাকুন্দিয়ায় সংবাদ সম্মেলন

সারাদেশের কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও সমন্বয় পরিষদের উদ্যোগে পাকুন্দিয়া প্রেসক্লাব চত্ত্বরে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা।

সাংবাদিক সম্মেলনে বলেন, বর্তমান সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা দেশের কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করেছেন। আমরা সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যর ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই। সরকারের এমন সিদ্ধান্তে দেশের কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে পূর্বের ন্যায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আমরা জোর দাবী জানাচ্ছি। 

এ সময় কিশোরগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এটিএম খলিল উল্লাহ শাকিল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার নয়ন, উপজেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাচ্চু প্রমুখসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে