বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আনা দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ। ৫৫ থেকে ৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা, যা বৈদেশিক মুদ্রায় ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার সমমূল্যের। সম্পূর্ণ অর্থায়ন করবে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা নিজস্ব তহবিল থেকে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্প সূত্রে জানা গেছে, ‘দুটি প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ শীর্ষক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়, যার মধ্যে দুটি কারিগরি যাচাইয়ে উত্তীর্ণ হয়। পর্যালোচনার পর সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি।
এই জাহাজগুলো বাংলাদেশের সমুদ্র পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জাহাজ দুটি যুক্ত হলে দেশের আমদানি-রপ্তানি খরচ কমবে এবং পণ্য পরিবহনে সময় সাশ্রয় হবে।
এদিন একই স্থানে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ)’–এর অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন।