“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” স্লোগানকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
যুব দিবস উপলক্ষে একটি র্যালী ও পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা সৈয়দ মোঃ শাহরিয়ার অনিক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা আমীর মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারী মাহমুদুল হাসান। সভা শেষে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।