মান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৭:৫৭ পিএম
মান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

নওগাঁর মান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব সংস্থার সভাপতি সোহেল রানা, উপজেলা জামায়াতের যুব সভাপতি আব্দুল মালেক, ওয়াসিম রাজু প্রমূখ। শেষে প্রশিক্ষিত যুবকের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। দিবসটিকে ঘিরে এর আগে একটি র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে