দিরাইয়ে যুব দিবস পালিত

এনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৮:২০ পিএম
দিরাইয়ে যুব দিবস পালিত

দিরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যৃব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন দাস, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি, দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংবাদিক উবাইদুর হক। বক্তব্য রাখেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের  নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইয়থ পিস এম্বাসেডর আশরাফ উদ্দিন, লিপিকা বিশ্বাস, মাহফুজ সরদার, নাজিয়া সরদার, রিয়াজুল ইসলাম, আবু ইউসুফ খান প্রমূখ। সভা শেষে প্রশিক্ষিত যুবও যুবতীদের হাতে চেক তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে