হোসেনপুর পৌরসভায় ভবন নিরাপত্তা বিধি বাস্তবায়নে কর্মশালা

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৩:১৮ পিএম
হোসেনপুর পৌরসভায় ভবন নিরাপত্তা বিধি বাস্তবায়নে কর্মশালা

স্থাপত্য ও স্থাপনার সকল অনুমোদন এবং ভবনের ব্যবহার নিরাপত্তার জন্য 'ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬' ও 'ইঘইঈ-২০২০' বিষয়ে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় দিক-নির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে পৌরসভা প্রকৌশল বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। 

পৌর প্রশাসক ফরিদ-আল-সোহানের সভাপত্বিতে এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ। কর্মশালায় উপসহকারী প্রকোশলী মাহবুবুর রহমান, ইমারত নির্মান আবেদনকারীর মধ্যে সাবেক কাউন্সিলর মিছবাহ উদ্দিন মানিক, এবিএম সিদ্দিক, জুয়েল সাহা,বাচ্চু মিয়া সহ পৌরসভার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় পৌর এলাকার বিভিন্ন ভবন নির্মাণ আবেদনকারী, প্রকৌশলী, ভবন মালিক এবং সাধারণ জনগণকে ভবন নির্মাণের সঠিক নকশা অনুমোদন, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার, নিরাপত্তা মানদণ্ড অনুসরণসহ বিধি-বিধান মেনে চলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে