জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো ব্যক্তি বা দলের দাবিতে নির্বাচন স্থগিত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দর করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সব ধরনের সহযোগিতা করছে।
বুধবার (১৩ আগস্ট) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন অ্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপযুক্ত লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “কেউ কিছু বললেই নির্বাচন থেমে যাবে না। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।”
নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “এ জন্য কালো টাকার উৎস বন্ধ করতে হবে। ইতিমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। তবে এর সফলতা নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর।”
ড. সালেহউদ্দিন আহমেদ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কেও বলেন, এই স্কিমে এখনও চাকরিজীবী, শিক্ষকসহ সব পেশার মানুষ অংশ নিচ্ছেন না। তিনি জানিয়েছেন, এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহার কারণ খতিয়ে দেখতে হবে। স্কিমে কোনো ভুল বা সমস্যা থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি কর্মচারী ও শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে ব্যক্তি পর্যায়ে সর্বজনীন পেনশন প্রদান করা যাবে। ব্যবহারকারীরা মোবাইল থেকে লগ-ইন করে সমস্ত তথ্য যাচাই করতে পারবে, নোটিফিকেশন পাবে এবং অ্যাকাউন্টের নমিনি পরিবর্তনসহ অন্যান্য কার্যক্রমও সম্পন্ন করতে পারবে।
সর্বজনীন পেনশন দেশের একটি রাষ্ট্রীয় অবসরভাতা ব্যবস্থা, যা দেশের সব নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে। এই স্কিমের আওতায় চারটি পৃথক উপ-স্কিম রয়েছে—প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম।