সেবা প্রত্যাশিরা হতাশ

সাত মাসে সাত হাজার নামজারি করা এসিল্যান্ডের বদলি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৪:৪১ পিএম
সাত মাসে সাত হাজার নামজারি করা এসিল্যান্ডের বদলি

 মাত্র ১১৭০ টাকায় একদিনে নামজারি সম্পন্ন করে ভূমি সেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করে দেশব্যাপী প্রশংসিত বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনকে বদলি করা হয়েছে। তার বদলির আদেশ চাউর হওয়ার পরপরই ভূমি সেবা প্রত্যাশি উপজেলার সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। তবে ভূমি সেবা কেন্দ্রীক দালালদের মধ্যে একধরনের স্বস্তি ফিরে এসেছে।

ন্যায়পরায়ন, সৎ ও নিষ্ঠাবান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বুধবার (১৩ আগস্ট) সকালে বিদায় নিয়ে নতুন কর্মস্থল ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে যোগদান করেছেন। এরপূর্বে গত তিনদিন ধরে সর্বস্তরের মানুষ তাকে বদলিজনতি বিদায়ী গণসংবর্ধনা দিয়েছেন। জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, ভূমি অফিস, মডেল থানা, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র সমাজ থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিদায়ী সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন।

জানা গেছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গৌরনদীতে যোগদান করেন মো. রাজিব হোসেন। যোগদানের পরপরই উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোকে দালালমুক্ত করার পাশাপাশি ভূমি সেবায় নতুন মাত্রা যোগ করতে সেবাকুঞ্জ স্থাপন করে গতানুগতিক নিয়মের বাহিরে বেরিয়ে এসে ক্রাশ কর্মসূচীর আওতায় মাত্র ১১৭০ টাকায় একদিনে নামজারি কার্যক্রম শুরু করেন। যা দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। এ প্রোগ্রামের আওতায় মাত্র সাত মাসে তিনি সাত হাজার নামজারি সম্পন্ন করেছেন। অথচ পূর্বে একটি নামজারি করতে সেবা প্রত্যাশীদের দালালদের মোটা অংকের টাকা দিয়েও বছরের পর বছর ঘুরতে হয়েছে।

সূত্রমতে, মাত্র ১১ মাস গৌরনদীতে কর্মরত থাকা অবস্থায় রাজিব হোসেন শুধু ভূমি সেবাতেই নিজেকে আটকে রাখেননি। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ব্যাপক সফলতা দেখিয়েছেন। অসাধু ক্লিনিক ও ডায়াগস্টিক ব্যবসায়ীদের কাছে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাজিব হোসেন ছিলেন মুর্তিমান আতঙ্ক। ভূমি অফিসকে সম্পূর্ণ দালাল মুক্ত করাসহ মাদক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

স্বাধীনতার পরবর্তী সময়ে সর্বপ্রথম তিনি (রাজিব হোসেন) সরকারি দখলকৃত বিপুল পরিমান জমি উদ্ধার করে বরিশাল বিভাগজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। দখল ও দুষনে বিলীন হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধার করে খনন ও গৌরনদী বাসষ্ট্যান্ডকে ঢেলে সাজাতে তিনি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিকতায় মহাপরিকল্পনা গ্রহণ করে সফলতা দেখিয়েছেন।

নানাগুনের অধিকারী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাজিব হোসেনের বদলীজনিত বিদায় অনুষ্ঠানে সকল শ্রেনী ও পেশার মানুষের ভালবাসা কর্মজীবনের বড় স্বার্থকতা বলে দাবি করেছেন বিদায়ী উপজেলা সহকারি কমিশনার মো. রাজিব হোসেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলী করা হয়। কর্মকালীন অবস্থায় সরকারি জমি উদ্ধার ও রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করে জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রাজিব হোসেন। এছাড়াও বাজার মনিটরিং, বাল্য বিয়ে প্রতিরোধ, ভূমি সেবা সংক্রান্ত দালাল সিন্ডিকেট নির্মূলসহ মাদক ব্যবসায়ী ও সেবিদের বিরুদ্ধে তিনি ৩৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। 

গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা বলেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন একজন জনবান্ধব ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তার পেশাগত দক্ষতা ও আন্তরিকতায় উপজেলাবাসী কোন রকম ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সেবা পেয়েছেন। তার সততা ও দায়িত্বশীল কর্মকান্ড প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, তার বদলি হওয়ার পরেও যাতে একদিনে নামজারি আবেদন নিস্পত্তিসহ হয়রানিমুক্তভাবে ভূমি সেবা চালু থাকে আমরা সেই প্রত্যাশা করছি।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ভূমি সেবায় তিনি একটি অনন্য নজির স্থাপন করেছিলেন। সর্বস্তরের মানুষের জন্য তার দরজা খোলা ছিলো। অল্পদিনের ব্যবধানে তিনি উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এমন সৎ কর্মকর্তা দীর্ঘদিন থাকলে এ উপজেলায় আরও ব্যাপক পরিবর্তন সম্ভব হতো।

বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, সরকারি চাকরিতে বদলী একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমার বদলি হয়েছে। আমি যতোদিন এ উপজেলায় চাকরি করেছি ততোদিন আমার গৌরনদী হিসেবে সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। কর্মস্থলের সুবাধে ভবিষ্যতেও যেখানে যাবো সেখানকার সাধারণ মানুষকে সেবা দিয়ে যাবো।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন একজন দক্ষ কর্মকর্তা। গৌরনদীতে কর্মকালীন সময়ে তাকে যখন যেই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা সুচারুভাবে সম্পন্ন করেছেন। ভবিষ্যত কর্মস্থলের জন্য তার প্রতি শুভ কামনা রইল।

আপনার জেলার সংবাদ পড়তে