আশাশুনিতে শিশু ফোরাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৫:১৬ পিএম
আশাশুনিতে শিশু ফোরাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা

আশাশুনিতে স্থানীয় পর্যায়ের নেটওয়ার্কিং শক্তিশালীকরণ; শিশু ফোরাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় শিশুদের কণ্ঠস্বর এবং নেতৃত্ব শক্তিশালীকরণ প্রকল্প (Strengthening Children's voice and leadership in addressing climate change and disaster risk in Bangladesh)এর আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। স্বাগত বক্তব্য এবং যৌথ সভার উদ্দেশ্য বর্ননা করেন, সিনিয়র ডিরেক্টর প্রোগ্রামস এম এম চিশতী। প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন, এসসিভিএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা। আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, বিছট নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেন প্রমুখ। শিশু ফোরামের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি নওশীদ ইসলাম, সহ সভাপতি সাকিবুল হাসান, সদস্য সচিব ইসরাত জাহান।

আপনার জেলার সংবাদ পড়তে