তানোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৬:১৬ পিএম
তানোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালী, শপথ বাক্য পাঠ,আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং সনদ বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তানোর  যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া,যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আবু সাঈদ ও যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারী সহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ শেষে উপজেলার ১০জন পুরুষ ও ১৫জন মহিলাদের মাঝে যুব ঋণের ৩ লাখ ৫০হাজার টাকার চেক এবং যুব অধিদপ্তর থেকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে