পার্বতীপুরে ৯০ হাজার শিশু বিনামূল্যে পাবে টাইফয়েড টিকা

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৭:১১ পিএম
পার্বতীপুরে ৯০ হাজার শিশু বিনামূল্যে পাবে টাইফয়েড টিকা

পার্বতীপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন প্রতিনিধিদের অংশ গ্রহণে দিনব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন। 

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম শরিফুল রেজওয়ান সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: হারুনুজ্জামান পাভেল, সিঙ্গীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সালেহ সরকার ও মাদ্রাসা শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।  

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম শরিফুল রেজওয়ান বলেন, টাইফয়েড টিকা কার্যক্রম আগামী ১ সেপ্টেম্বর থেকে পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন এবং পৌরসভায় টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং নবম শ্রেণির শিক্ষার্থীকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এছাড়াও স্কুল গোয়িং বা স্কুলের বাইরে টিকা পাবে। বর্তমানে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। যেসব শিশুদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। 

এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ সাদ্দাম হোসেন বলেন, পার্বতীপুর উপজেলায় ৯০ হাজার শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। ১ সেপ্টেম্বর কর্মসূচি শুরু হবে। চলবে মাসব্যাপী।  

আপনার জেলার সংবাদ পড়তে