কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আম চারা বিতরণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৭:১৪ পিএম
কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আম চারা বিতরণ
গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ আগস্ট বুধবার বিকালে উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে মহিলা গ্রাহকদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়। ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক এভিপি মুহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন। ইসলামী ব্যাংক আয়োজিত বিভিন্ন জাতের আম চারা বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ম্যানেজার অপারেশন মোহাম্মদ তাইজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, ব্যাংকার ফরিদ উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল কাইয়ুম প্রমুখ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কাপাসিয়া শাখার মহিলা গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে ১ হাজার ২'শ ৫০টি বিভিন্ন জাতের আম চারা বিতরণ করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে