মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার (১৩ আগস্ট) রাতে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানায় মালয়েশিয়া সরকার। সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পারদানা পুত্রায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক হয়।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা, কৌশলগত গবেষণা ও নীতি প্রণয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি খাতে অংশীদারিত্ব বিষয়ে মোট পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোসের মধ্যে চুক্তি, এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ার ব্যবসায়ী চেম্বারের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ।
শ্রমবাজার প্রসঙ্গেও এ সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিক পেশাজীবী প্রেরণ এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়।
১৩ আগস্ট সফরের শেষ দিনে কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস ভিসা’ চালুর প্রস্তাব দেন। এ প্রস্তাব বাস্তবায়িত হলে মালয়েশিয়ায় পড়াশোনা শেষে বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এ সফরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।