এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ এএম
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় কভার্ডভ্যানের সাথে প্রাইভেটকার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৫ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়েছেন।

গতি ও ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে, পুলিশের ধারণা।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানায়, সোমবার ভোর ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘণ কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে৷ এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ। তিনি আরো বলেন,

মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে