রাজধানীর চানখারপুলে আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষী নিরাপত্তা হুমকিতে পড়ায় তাকে সুরক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। একই সঙ্গে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, দুই দিন আগে মামলার এক প্রত্যক্ষদর্শী সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার দিনই তার কর্মস্থলের কিছু ব্যক্তি অপ্রীতিকর ও অসম্মানজনক আচরণ করেন এবং তার বিরুদ্ধে ব্যানার টানিয়ে মিছিল করেন। সাক্ষী এসব ঘটনার ছবি ও ভিডিও প্রসিকিউশনের কাছে জমা দেন।
আবেদনের প্রেক্ষিতে শুনানিতে ট্রাইব্যুনাল সরাসরি সাক্ষীর সঙ্গে কথা বলে এবং প্রমাণস্বরূপ ছবি-ভিডিও দেখে সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দেন। আদেশে সংশ্লিষ্ট থানার ওসি ও সাক্ষীর কর্মস্থলের প্রধানকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ওই এলাকা থেকে তার বিরুদ্ধে সব ধরনের অবমাননাকর পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া প্রকৃত ঘটনা উদঘাটনে সাক্ষীর কর্মস্থলের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের দ্রুত প্রতিবেদন জমা দিতে হবে। প্রসিকিউটর তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং প্রয়োজনে ট্রাইব্যুনাল যে কোনো আদেশ দিতে পারে।
এর আগে বুধবার (১৩ আগস্ট) মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণে শহিদ ইয়াকুবের মা ও চাচা এবং শহিদ ইসমামুল হকের বড় ভাই মো. মহিবুল হক উপস্থিত হয়ে শেখ হাসিনাসহ মামলার আসামিদের বিচারের দাবি জানান। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে বুধবার (২০ আগস্ট)।
গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে চলতি বছরের ১৪ জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে চারজন পলাতক এবং চারজন কারাগারে রয়েছেন।