ইন্দুরকানীতে

বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৪:৩৭ পিএম
বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুরের ইন্দুরকানীতে বেতন বিলে স্বাক্ষর না করায় সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক/কর্মচারীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন । আজ বৃহস্পতিবার ইন্দুরকানী এফ.করিম আলিম মাদ্রাসার এডহক কমিটি সভাপতি পিরোজপুর জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামের স্বেচ্ছাচারিতা ও খামখেলিপনার কারনে মাদ্রাসার সামনে মানববন্ধন করা হয়েছে । মানববন্ধনে প্রভাষক মাওলানা ছরোয়ার হোসাইন বলেন,মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি  প্রফেসর মোঃ অহিদুজ্জামান দুইজনে মিলে জুলাই/২৫ শিক্ষক/কর্মচারীদের বেতন বিলে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে স্বাক্ষর নিতে যায়। তখন সভাপতি বলেন আমি ঐ আল ফাতাহ প্রকাশনীরা মাদ্রাসায় ১৫ হাজার টাকা দিয়েছিলো সেই টাকা পরিশোধ না করলে আমি তোমাদের বিলে স্বাক্ষর করবো না । এই সংবাদ শুনে শিক্ষক/কর্মচারীরা তারা হতাশা হয়ে পড়েন । বিলে স্বাক্ষর না করার কারনে শিক্ষক/কর্মচারীরা ক্লাস  বর্জন করে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন । 

এছাড়া প্রভাষক মাওলানা মোঃ মাহবুবুর রহমান বলেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২৯ই আগষ্ট ২০২৪ তারিখ হতে মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তার অদক্ষতা অচ্ছতার, খামখেলিপনার কারনে প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানে ব্যাহত হচ্ছে। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম জানান, সভাপতি গতদিন বেতন বিলে স্বাক্ষর করেছেন। সে আমাকে বলছে ১৫ হাজার টাকা শিক্ষকরা আপনার কাছে দিলে তারপরে বেতন বিল ব্যাংকে জমা দিবে । 

ম্যানেজিং কমিটি সভাপতি মাওলানা মোঃ জহিরুল ইসলাম বলেন, আমি বেতন বিলে স্বাক্ষর দিয়েছি । এই মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীরা বিভিন্ন খাতে অর্থ লুটেপুটে খায়। তারা কিভাবে মাদ্রাসার টাকা খাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। পড়াশুনার নামে কিছুই নেই । প্রকাশনীরা মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু টাকা দিয়েছে সেই টাকাটা তারা ভাগবাটোয়া নিয়ে খাইছে । আমি মাদ্রাসার উন্নয়নের জন্য ঐ টাকার জন্য চাপ দিয়েছি ।

আপনার জেলার সংবাদ পড়তে